ফারজানা আক্তার, স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা কারাগার হতে পলাতক কয়েদিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ।
সারা দেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন চলাকালিন সময়ে ১৯ জুলাই দুষ্কৃতিকারিরা নরসিংদী জেলা কারাগারে হামলা করে।এতে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভৈরব র্যাব-১৪ সিপিসি পলাতক কয়েদির অবস্থান সনাক্ত করে ২৭ জুলাই সকাল ৬ ঘটিকার সময় কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষিপুর এলাকা হতে শাহাবুদ্দিনের ছেলে আসামী নবী হোসেন(৪৮) কে গ্রেফতার করেন।
কয়েদি নবী হোসেন জানান, কোটা সংস্কারের আন্দোলনের সময় যখন দুষ্কৃতিকারিরা কারাগারে হামলা করে তখন সুকৌশলে পালিয়ে যায়। নবী হোসেন ২০০৮ সালের ডাকাতি মামলার আসামী।সে নরসিংদী জেলার বেলাবো থানাধীন বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনায় জরিত ছিল।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরবের ক্যাম্প কমান্ডার এ.এস.পি মো: শহিদুল্লাহ জানান, নবী হেসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নরসিংদী জেলার বেলাবো থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.