মোহাম্মদ মাসুদ
সারাদেশে পণ্যবাহী এবং যাত্রীবাহী সকল যোগাযোগ ট্রেন বন্ধ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় শুধুমাত্র জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ ২৬ জুলাই(শুক্রবার) সকালে বিজিবি'র চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) এর কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতে তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে।
বিজিবির সদর দপ্তর জনসংযোগ কর্মকর্তা
মোঃ শরীফুল ইসলাম, (পিবিজিএমএস)
তিনি বলেন,আজ সকাল ৫:৩০ টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে, সকাল ৬:৩০ টায় ১৬টি তেলবাহী বগিসহ আরও একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে, সকাল ১০.০০ টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১.০০ টায় ১২টি তেলবাহী বগিসহ আরেকটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়। এছাড়া বিজিবির নিরাপত্তায় খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে থেকে দিনাজপুরের পার্বতীপুরে এবং শ্রীমঙ্গল থেকে সিলেটে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করে।
তিনি আরো বলেন,কারফিউ পরিস্থিতিতে সারাদেশে জন নিরাপত্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেও বিজিবি সদস্যরা নিরাপত্তা সহায়তা দেবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.