ড. গোলসান আরা বেগম
কাঁদতে পারছি না, কিন্তু কেন
চোখে পানি ধরেও রাখতে পারছি না
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
রক্তে ভিজে গেছে ফুল ফুটানো রাজপথ
শকুনেরা খাঁমচে ধরেছে তারুণ্যের পতাকা
একাত্তরের বিজয় কলঙ্কিত করছে।
কে কোথায় বসে খেলছে দাবা খেলা
নিজেদেরকে করছে বিতর্কিত
স্বজনের বিরুদ্ধে তুলছে হাতে লাঠি
মা ওরে মা তোমার সোনার ছেলেরা
সব পারে, পারে শত্রুর মুখে দিতে ছাই
রক্তে ধুয়ে করতে পারে স্বদেশের মাটি খাঁটি।
সোনার ছেলেরাই তো খড়কুটো মুখে তুলে
স্বাধীনতার যত অর্জন করেছে সংরক্ষণ
তার আগামী প্রজন্মের কথা ভেবে
পাখীর ঠোঁটে গান, ভাটিয়ালী সুর তুলে দিয়ে
ঢেউ দোলানো মায়ের আঁচল তলে
কেন তুচ্ছ অজুহাতে করছে কালিমা লেপন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.