নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজি এলাকায় স্থানীয় প্রভাব বিস্তার অসাধুচক্রের সিন্ডিকেটের ক্ষমতাধর ব্যাক্তিদের লাটিয়াল শামসুল আতঙ্কে গ্রামবাসী।
এলাকাবাসী ও ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগে জানা যায়,রাইটুটি রাজি এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র শামসুল মিয়া তার নিজস্ব লাঠিয়াল বাহিনীর দ্বারা জমি দখলসহ একই জমি বিভিন্ন জনের কাছে বিক্রি করে গ্রাম্য দরবারের সমাধান সমঝোতা সালিশের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে ও লাঠিয়াল বাহিনীর কাছে সহজ সরল মানুষ অসহায় জীবন যাপন করছে।
সম্প্রতি সামছুল মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার পর এলাকার সকলের মুখে মুখে তার বিভিন্ন অপকর্মের কথা ছড়িয়ে পড়ছে।
মামলার সূত্রে জানা যায়, ইটনা উপজেলার কানলা এলাকার মরহুম হাজী আব্দুল মুমিনের পুত্র মোহাম্মদ আলমের উপর গত ১৪ জুলাই সন্ধ্যার ৭টায় শামসুল বাহিনীর হামলা ও লুটপাটের বিষয়টি এখন সমালোচিত ও চাঞ্চল্যকর পরিস্থিতিতে অবতরণ ঘটেছে।
ঘটনা ক্রমে জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যায় মো: আলম নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার পথে রাজি মোরে যাওয়ার সাথে সাথে পূর্ব পরিকল্পিতভাবে শামসুল হকের সন্ত্রাসী বাহিনী আলমের উপর অতর্কিত আক্রমণ করে। নগদ এক লক্ষ ৫৬ হাজার টাকা। একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়ভাবে এলাকার মাতবরদের কাছে বিচার চেয়েও কোন ফল না হওয়ায়।
গত ২৫ জুলাই কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালত নং-৪ একটি মোকদ্দমা দায়ের করেন আলম। মামলা নং- ৩১২/২৪। এ মামলায় শামসুল সহ ৭ জনকে আসামি করা হয়েছে।
এর পূর্ব শামসুলের বিরুদ্ধে একাধিক ব্যক্তি মামলা দায়ের করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অনিয়ম কর্মকাণ্ডের কথা বলেন এলাকাবাসী।
সামছুল জমির দালালি, মিথ্যা মামলা তুচ্ছ বিষয়ে একে অপরের বিরুদ্ধে ঝগড়া প্রাসাদ বিবাদ লাগিয়ে উভয় পক্ষ থেকে সুবিধা হাতিয়ে নেওয়াই তার পেশা এবং নেশা।
বাড়ি বিক্রেতার ভাই লাটু মিয়াকে বাড়ি কিনে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় সামছুল । পরবর্তীতে অন্য জায়গায় টাকা বেশি পেয়ে লাটু মিয়াকে বাড়ি না দিয়ে আরেকজনকে উক্ত বাড়িতে দিয়ে দেয়।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী দিলিপের কাছ থেকে দীর্ঘ ৮/১০ বছর হতে চলেছে জায়গা জমির কাগজের ঝামেলা সমাধানের কথা বলে একাধিকবার বিভিন্ন তালবাহানায় নানা অজুহাতে হিসেবে হিসাবে বহু টাকা হাতিয়ে নেয়।
পারিবারিক বা সামাজিক গ্রামের যেকোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিচার নালিশ নামে আইনী সমাধানের নেই ছিটেফোঁটাও। উল্টো মামলা জটিলতায় মানুষকে জড়িয়ে দেয় এ সামছুল সেবার বিপরীতে সেবা কান্ডের নামে নানা অপকর্ম করে গ্রামের মানুষদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা এমনই জানানভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার মাজহারুল বলেন, তিনি কথা বেশি বলে এবং জটিলতা বৃদ্ধি করে তার বিরুদ্ধে কথা বলে লাভ নেই।