স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, সংঘর্ষে পুলিশ তিনজন সদস্য মারা গেছেন। এর মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন পরিদর্শক রয়েছেন।
নিহত তিনজনের মধ্যে দুজন পুলিশ সদস্যের খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। আরেকজনের পরিচয় জানতে যোগাযোগ করা হলে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, তাঁর নাম মাসুদ পারভেজ ভূঁইয়া। বনশ্রীর বাসা থেকে বের হওয়ার পর তাঁকে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।
ঢাকা মেডিকেলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। তাঁরা হলেন রাসেল (২০), আজিজুল মিয়া, শান্ত (২২), রাজু (৩৬) ও অজ্ঞাত এক ব্যক্তি। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের গত বৃহস্পতিবার ও শুক্রবার গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল।
মিটফোর্ড হাসপাতালে গত শুক্রবার চারটি মরদেহ নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, চারটি মরদেহের মধ্যে দুটির সুরতহাল করতে দেননি স্বজনেরা। তাঁরা হাসপাতালের আনসার সদস্যদের মারধর করে মরদেহ নিয়ে গেছেন। বাকি দুজনের সুরতহাল করা হয়েছে।
হাসপাতালটির সূত্রে জানা যায়, নিহত দুজন হলেন রুহান (২০) ও অজ্ঞাত (৪০)। রুহানের বাড়ি চাঁদপুর সদর থানার বালিয়া গ্রামে। অজ্ঞাত ব্যক্তির মরদেহ পুলিশ সদস্য আবদুল কুদ্দুছ নিয়ে এসেছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.