নিজস্ব সংবাদদাতা :
মাটির মা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত বর্ষা বরণ ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ১৫-৭-২০২৪ গুরুদয়াল কলেজ সংলগ্ন ওয়েপ কার্যালয়ে এ কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
মাটির মা ফাউন্ডেশন এ-র সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছাদেকুর রহমান রতন , সভাপতি মাটির মা ফাউন্ডেশন কিশোরগঞ্জ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মতিয়ারা মুক্তা কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সহসভাপতি এম,এ আকবর খন্দকার ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন মাটির মা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার
আসাদুজ্জামান জুয়েল আইন বিষয়ক সম্পাদক, হোসনে আরা পুতুল সহ সাধারণ সম্পাদক, মীর জাহান ভূইয়া সদস্য, আব্দুল ওয়াহাব সদস্য , ছাদেকুর রহমান রতন ,এস এম বিল্লাল, শেখ মোঃ নজরুল ইসলাম, সদস্য, আলমগীর অলিক প্রমুখ, সদস্য
অনুষ্ঠানে সাংগঠনিক দাপ্তরিক বক্তব্য রাখেন
মিজানুর রহমান রিপন সহ সভাপতি , দিপী খন্দকার সাংগঠনিক সম্পাদক, এম এ আকবর খন্দকার সহ সভাপতি, তোফায়েল আহমেদ ফাহিম সদস্য,আলিফ খন্দকার, আজিজুল হক ফাহিম সদস্য, ইফতেখার উদ্দিন আহমেদ সদস্য। অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্যে প্রত্যেক বক্তা স্ব স্ব মতামত পেষ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম বিল্লাল সদস্য মাটির মা ফাউন্ডেশন ময়মনসিংহ, নুসরাত জাহান কন্টেন্ট ক্রিয়েটর কিশোরগঞ্জ।
অনুষ্ঠানটি পরবর্তী আয়োজন ও কমিটি সংক্রান্ত আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে শেষ করা হয়।