আতাউর রহমান বাচ্চু
ভ্রাম্যমান প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতায় সিংরইল ইউনিয়ন, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দূর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেওয়ার চারটি কক্ষে ৭ মাস পেরিয়ে গেলেও হয়নি মোরামত। এর ফলে ব্যপক ব্যাহত হচ্ছে স্কুলটির পাঠদান। চলমান বর্ষাকালে বৃষ্টিতে স্কুলের নোংরা পরিবেশে পাশের পরিত্যক্ত কক্ষে চালাতে হচ্ছে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষের সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। উল্লেখ, গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের চারাটি কক্ষ ৫ই জানুয়ারি রাতে দূর্বৃত্তরা আগুনে লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ারসার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বিদ্যালয়ের চারটি কক্ষ সহ ক্ষতিগ্রস্থ হয় বিদ্যালয়ের,চেয়ার, বেঞ্চ,ফ্যান, আসবাবপত্র ও বৈদ্যুতিক লাইন। এছাড়াও আগুনের তাপে দেয়ালের কালসে দাগ পড়ে ধসে পড়ে প্লাস্টার।
হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম নুরুনাহার বলেন, স্কুলের ফান্ড ও শিক্ষকদের সহায়তায় কিছু টাকা খরচ করে সাময়িক কিছু কাজ করেছি। তবে সঠিক ভাবে মেরামত করতে না পারায় পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। এছাড়াও বৈদ্যুতিক লাইনগুলো পুঁড়ে যাওয়া স্কুল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রতিবেশী একজনের কাছ থেকে লাইন এনে ব্যবহার করা হচ্ছে।
নাদাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মদ বলেন, বিদ্যালয়টি সাময়িক মেরামতের জন্যে ৭ লাখ টাকা বরাদ্ধ এসেছে। ইস্টিমিট এর জন্যে একজন উপ-সহকারি প্রকৌশলীকে বিদ্যালয়ে পাঠিয়েছিলাম। প্রথমে জরুরী কাজগুলাে করা হবে। টাকা থাকলে সাপেক্ষে আসবাবপত্রের বিষয়টি নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.