স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইউনিয়ন কুদকরমসী গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে শিকার পথচারীসহ গ্রামবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে বেতাই নদী। বর্ষার মৌসুমে সেই নদীর পানির চাপে রাস্তা ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জানা যায় বহু বছর আগে কাঁচা রাস্তাটি নির্মাণ করার পর পরবর্তী সময় আর সংস্কার করা হয়নি। সেই ক্ষেত্রে গ্রামবাসীরা চরম চরম দুর্ভোগের শিকার। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কিন্তু ,বিকল্প আর কোন রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ এ রাস্তা দিয়েই প্রতিদিন যানবাহন সহ গ্রামবাসীরা কষ্ট করে চলাফেরা করে যাচ্ছেন।
জানা যায়,
এ গ্রামে প্রায় ৫০০০ লোকের বসবাস রাস্তার পাশে রয়েছে সরকারি কমিউনিটি ক্লিনিক, সনাতন ধর্মের পূজা মণ্ডল সহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছোট ছোট শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার ক্ষেত্রে আতঙ্কে দিন কাটাছেন শিক্ষার্থীদের অভিভাবক।
রাস্তাটি মেরামত করার জন্য মেম্বার ও চেয়ারম্যানের সাথে গ্রামবাসীরা বহুবার যোগাযোগ করা করা হলেও আজ পর্যন্ত রাস্তার কোন উন্নতি হয়নি।
ঝুঁকিপূর্ণ এ রাস্তা দিয়ে যানবাহন দিয়ে যাতায়াত করতে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থী সহ সাধারণ জনগণ।
এ বিষয় নিয়ে ২নং গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ এর সাথে কথা হলে তিনি জানান, এই রাস্তাটি পাকা করন এর জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ আমাদের ইউনিয়ন পরিষদের ফান্ডে নেই। তাছাড়া রাস্তাটি পাকা করনের জন্য এমপি মহোদয়ের সাথে অনেকবার যোগাযোগ করেছি এমনকি পানি উন্নয়ন বোর্ডেও আবেদন করা হয়েছে।০৩ নং ওয়ার্ড ও গ্রামবাসীদের সাথে কথা হলে তারা জানায়,
আমাদের তাড়াইল করিমগঞ্জের
এমপি হচ্ছেন মুজিবুল হক চুন্নু তিনি হচ্ছেন, উন্নয়নের রূপকার সেই ক্ষেত্রে আমাদের গ্রামবাসীদের একান্ত দাবি অচিরে রাস্তাটি পাকা করনে সুদৃষ্টি দিতে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.