প্রেস রিলিজ
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অদ্য ১১/০৭/২০২৪খ্রি. ১০:৩০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন ০৫ নং যশোদল ইউনিয়ন পরিষদের অন্তর্গত ব্রাহ্মনকান্দি সাকিনের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ টু বত্রিশ গামী রোডস্থ মোঃ আবু হানিফের মুদি দোকানের সামনে আসামী জয় পোদ্দার(৩০), পিতা-বলরাম পোদ্দার, মাতা-মৃত দিপালী পোদ্দার, সাং-বত্রিশ’কে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করে এবং তার দেহ তল্লাশী করে ৫২০(পাঁচশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল ও মাদক বিক্রয়লব্দ নগদ-৩০০/-(তিনশত) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.