আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের বেঙ্গাইকুড়ী এলাকার একটি কবরস্থানে ৫ টি কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
আলোকদিয়া ইউনিয়নের বেঙ্গাইকুড়ী এলাকার কবরস্থান থেকে দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৫ টি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
ওই এলাকার আমজাদ আলী জানান, ফজরের নামাজ পড়ে এলাকার কযেকজন কবর জিয়ারত করতে গিয়ে দেখে কয়েকটি কবর খোড়া এবং কবরের মাটি এলোমেলো।
আমজাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে অনেকগুলো কবর খোঁড়া দেখতে পাওয়ার খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ৫ টি কবর খোড়া ও কবরে কোনো লাশ ও কঙ্কাল নেই।
এলাকাবাসী সুত্রে জানা যায় , চুরি হয়ে যাওয়ার লাশের কবরগুলো ঘিরে ভীড় করছে এলাকার ’ মানুষ।
তারা বলেন,কে বা কারা কবরস্থানের লাইট ভেঙে রাতের অন্ধকারে লাশগুলোর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
তাদের ধারণা, কঙ্কাল চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা দলবদ্ধভাবে রাতের অন্ধকারে এ কাজ করেছে।
স্থানীয়রা জানান, এমন ঘটনা এর আগেও একবার ঘটেছিল।
এদিকে, যাদের লাশ চুরি হয়েছে তাদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.