অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রাকৃতিক নৈস্বর্গিক ও মনোমুগ্ধকর পরিবেশ সমৃদ্ধ হাওরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজ। নবনির্মিত দুটি পাঁচতলসহ একাধিক বহুতল বিশিষ্ট দৃষ্টিনন্দন একাডেমিক ভবন বিদ্যাপীঠের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্যাম্পাসে মুগ্ধতা ছড়াতে রোপন করা হয়েছে হাওরাঞ্চলে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা নামক ফুলের চারা যাকে লাল সোনাইলও বলা হয়। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়- এটি মূলত গ্রীষ্মের শুরুতে বাংলাদেশ, ভারত, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ উষ্ণমন্ডলীয় এলাকায় ফোটে। গাছটি দ্রুত বর্ধনশীল, মাঝারি আকারের যা ১০ফুট পর্যন্ত উঁচু হতে পারে। যার ফুল প্রায় ৩সেমি চওড়া, সুগন্ধিযুক্ত পাপড়ি ও পুংকেশর অসমান। বাসি ও তাজা ফুল মিলে চমৎকার বর্ণ বৈচিত্র্য তৈরি করে। ক্যাসিয়া জাভানিকা থাইল্যান্ডের নয়টি শুভ বৃক্ষের মধ্যে একটি এবং বলা হয় এটি সৌভাগ্য নিয়ে আসে, অব্যাহত উচ্চপদ নিশ্চিত করে এবং বিজয়ে সামর্থ রাখে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি তুষার সরকার এলাকায় সামাজিক, সাংস্কৃতিক, মানবিক সহ বিভিন্ন ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি ঢাকা থেকে বিদ্যালয়ের জন্য এ ফুলের চারা নিয়ে আসেন। আজ বুধবার বিদ্যালয় ক্যাম্পাসে এ ফুলের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আকস্মিক বিদ্যালয়ে পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম, প্রতিষ্ঠান প্রধান হরিচরণ দাস সহ ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.