মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আজ তৃতীয় দিনের মত রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পূর্ণবহালের সিদ্ধান্তে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখার প্রতিবাদে আজও তৃতীয় দিনের মত ঢাকা ময়মনসিংহের রেলপথ অবরোধ করেছেন বাকবি আন্দোলনকারী শিক্ষার্থীগন।
আজ ৮ই জুলাই সোমবার দুপুর ১.৩০টার সময় বাকৃবির জব্বারের মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ অনুরোধ করে।
এ সময় ঢাকা ময়মনসিংহ রেল পথে ঢাকা থেকে আগত জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আন্দোলনরত শিক্ষার্থীরা আটকে দেন। আন্দোলন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে। কোটা পদ্ধতি দাবি মানা না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থী নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.