কলকাতা প্রতিনিধি- আসাদ আলী-
গত ৭ই জুলাই ২০২৪ তারিখ রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত হাওড়ার নলপুর মনোহরপুর স্কুলে প্রায় ৫০-৬০ জন কবি সাহিত্যিক ও সাংবাদিক সহ সমাজের গুণীজনদের উপস্থিতিতে সুন্দরভাবে সুসম্পন্ন হল তৃতীয় রবির ৩২ তম সাহিত্য আড্ডা ও গ্রীষ্ম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান । অসাধারণ প্রচ্ছদ ও হোয়াইট প্রিন্টে ছাপানো ঝুমা পালের সম্পাদনায় ৪০ পৃষ্ঠার পত্রিকাটি বিশিষ্ট অতিথি অশোক অধিকারী, বিন্দাস ভার্গব, আমিরুল ইসলাম চৌধুরী, শক্তি শঙ্কর সামন্ত, এস মনির উদ্দিন সহ পত্রিকার সম্পাদিকা ঝুমা পাল ও সম্পাদক মন্ডলীর সদস্য জাহাঙ্গীর মিদ্দে, গোপাল শর্মা, মজিবর রহমান প্রমুখো প্রকাশ করেন ও সবার হাতে পত্রিকাও কলম তুলে দেন। কবিতা পাঠ করেন মধুসূদন বাগ, অনঙ্গ সোফান রায়, শম্পা রানী রায়, আমিরুল ইসলাম চৌধুরী, দীপঙ্কর পাত্র, মনীষা মজুমদার, রাঘব পোড়ে, আসাদ আলী, এম এম রহমান, বিক্রমজিৎ চৌধুরী, গোপা দেবনাথ, ব্রত চক্রবর্তী, আর্নিশা পারভিন, চন্দনা ঘাঁটি প্রমূখ । কবিতা পাঠ ও অসাধারণ পল্লীগীতি করেন আনোয়ার হোসেন ।
সঞ্চালনায় জাহাঙ্গীর মিদ্দে সুমা পাল গোপা শর্মা। দুপুরের আহারের তদারকিতে ছিলেন মুজিবর রহ