অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
দুঃখ আমার চোখে মুখে
বুকে রাখি চেপে
তার কত ব্যাথা বেদনা
দেখিনি তা মেপে।
চাঁদকে ডেকে বলি বন্ধু
আয় নেমে নিচে
করি দুঃখ বেচা কেনা
যত হউক মিছে।
দুঃখ আমার সঙ্গের সাথী
ছ্যাড়া কাঁথায় ঘুমাই
নুন পান্তায় জীবন বাঁধা
কপালের দোষ তাই।
আমি খুঁজি সুখের বাড়ি
দুঃখ বলে দাড়াও
আমার হবে কি ভাই
যদি ছেড়ে যাও।
দুঃখ নামক বাঁদরটা
দেবে না মুক্তি
দুঃখের সঙ্গে আড়ি দেবো
নেই সে শক্তি।
দুঃখ পায়ে পায়ে হাঁটে
যাই যতই দূরে
ধইরা রাখে, ছাড়ে না
দুঃখ বড় পাজি রে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.