কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা আওতাধীন ৭ নং বিন্নাটি ইউনিয়ন পরিষদের ০৪ নং কালটিয়া ওয়ার্ডে 'রহিম ছাত্তার আইডিয়েল কলেজের পিছন হতে শফিক চেয়ারম্যানের বাড়ি' পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টি আসলেই পানি জমে, রাস্তা গর্ত হয়, পিচ্ছিল হয় এবং ভেজাকাদা জমাট বেঁধে থাকে। রাস্তায় চলাচল খুবই ঝুঁকি এবং বিপদজনক। ৫ জুলাই রোজ শুক্রবার বিকেলে বিশেষ প্রয়োজনে "কিশোরগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব"র সভাপতি পুলক কিশোর গুপ্ত'র বাড়িতে গিয়ে সরেজমিনে এই অবস্থা দেখতে পায়। এই রাস্তা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রী, পথচারী যাওয়া আসা করে। জনস্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তটি। এই রাস্তা দিয়ে কালটিয়া বাজার, কালটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রী শ্রী মদন গোপাল গীতা স্কুল, এডভোকেট আবুল হাশেম ফ্রেন্ডস মডেল একাডেমী, কালটিয়া বাজার জামে মসজিদ, কালটিয়া উত্তর পাড়া জামে মসজিদ, আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজ, বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়, টুটিয়ারচর বাটাইল উচ্চ বিদ্যালয়, টুটিয়ারচর মাদ্রাসা, চিলাকাড়া মাদ্রাসা, কালটিয়া সাহসী পাড়া, বারই পাড়া এবং ৭ নং বিন্নাটি ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য অসংখ্য গুরুত্বপূর্ণ স্থানে যাওয়া আসা করার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার সাময়িক উন্নয়নে স্থানীয় সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা পালনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে রাস্তা পাকা করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যে নির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। কালটিয়া ওয়ার্ডে স্থানীয় ইউপি সদস্য পদে নির্বাচন করেন প্রায় ৮/১০ জন, বিন্নাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেন প্রায় ৫/৬ জন। এই রাস্তা সহ এলাকার উন্নয়নে ওনাদের ভূমিকা দেখার আগ্রহ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.