নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিয়ে দ্বিমুখী দূর্নীতির অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ ও বিভিন্নসুএে জানাযায়, লতিফপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন, আছমা আক্তার ও মনিরুজ্জামানের সাক্ষরিত অভিযোগ গত ৩ জুলাই ২০২৪ তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে। লতিফপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে গত ২৮ এপ্রিল ২০২৪ পএিকা নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয় যাহা আগামীকাল শুক্রবার ৫ জুলাই নিয়োগ পরীক্ষার জন্য সময় ও স্থান নির্ধারন করা হয়েছে।
কিন্তু তারই মাঝে কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষা বাতিল করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে পরিচালনা কমিটির সদস্যরা।
বিষয়টি নিয়ে লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না।
পরিচালনা কমিটির সভাপতি সাদেকুজ্জাহান তালুকদার বলেন, অভিযোগ দায়েরকৃত ব্যাক্তিদের পছন্দের মানুষকে নিয়োগ দিয়ে তারা অর্থনৈতিক সুবিধা না পাওয়ায় এ অভিযোগ। তারা আমাকে দিয়ে বিভিন্ন ধরনের লাভবান হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এবং আমার পদের চেয়ার না পেয়ে এমন উল্টো পথে চলছে।
সভাপতি স্বীকার করে যে তারা দূর্নীতি করতে না পেরে আমিসহ প্রধান শিক্ষককের বিরুদ্ধে এমন অভিযোগ।
এ বিষয় জানতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি'র সাথে ফোনে যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে স্থানীয় লোকজন ও সচেতন মহলের দাবি উভয় পক্ষের স্বার্থ হাসিল করতে উভয়ই বিশেষ ভুমিকা পালননে দ্বিমুখী নীতিমালায় চলছে তারা এলাকায় ১০/১২ লাখ টাকা নিয়ে এ নিয়োগ দেয়া হবে বলে লোকমুখে গুঞ্জন চলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.