মকবুল হোসেন
আইজিপি শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় এসএসসি-২০২৩ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আজ ১ জুলাই ২০২৪ খ্রি. সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ- প্রাপ্ত ৭ জন মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাস কল্যাণ সমিতির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি- ২০২৩ প্রদান করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সফিক উল্লাহ, পিপিএম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সভাপতি, বিআরপিওডব্লিওএ, ময়মনসিংহ।
শিক্ষাবৃত্তি প্রদান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান বৃদ্ধিকরণ এবং শিক্ষাদান পদ্ধতি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.