মকবুল হোসেন
ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধাদের ৯ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সংবাদ সন্মেলন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
ময়মনসিংহ জেলায় বসবাসকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আজ ২৬ জুন বুধবার বেলা ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধাগণের ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সন্মেলন করেছেন।
সংবাদ সন্মেলনে শুরুতেই সূচনা বক্তব্য পেশ করেন এ সংবাদ সন্মেলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল পাশা।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম সরকার। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব জিয়া উদ্দিন আহমেদ,সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ।
জনাকীর্ণ সংবাদ সন্মেলনে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুসাঈদ পালোয়ান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদুুজ্জামান খান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বাদশা মিয়া,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল খায়ের চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা বাবু সিতারামসহ বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান।
সংবাদ সন্মেলনে উপস্থাপিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ৯ দফা দাবী গুলো হচ্ছে যথাক্রমে
(১)বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা শব্দ লিপিবদ্ধ করণ।
(২)বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সন্মানিভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধিকরণ,সন্মানিভাতার সমান ৫ টি উৎসব প্রদান করে রাজস্বখাত থেকে নিয়মিত ভাতাদি ও উৎসব বোনাস সমূহ প্রদান।
(৩) মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয়,জেলা ও উপজেলা সংসদ কমান্ডের নির্বাচন অনুষ্ঠান
(৪)বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের ৩০% কোটা পূনাঙ্গভাবে বাস্তবায়ন।
(৫) বীর মুক্তিযোদ্ধাদের পরিবার সুরক্ষা আইন সংসদে পাশ।
(৬) বীর মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রনালয়ে হট লাইন ব্যবস্থা ও পারিবারিক রেশন ব্যবস্থা চালুকরণ।
(৭)বীর মুক্তিযোদ্ধাদের বিনা সুদে ৫০ লাখ টাকা ব্যাংক ঋণ ও শারীরিকভাবে সক্ষম বীর মুক্তিযোদ্ধাদের স্ব-স্ত্রীক পবিত্র হজ্জ্বব্রুত পালন এবং তীর্থস্থান ভ্রমন করার ব্যবস্থা গ্রহণ
(৮) ১লা ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা দিবস ও বীর মুক্তিযোদ্ধাদের প্রাইডফোর্স(Pride Force) হিসেবে গেজেট প্রকাশ।
(৯)মুক্তিযোদ্ধাদের জন্য বধ্যভূমি, কবরস্থান, শ্মশান ও শহীদ হওয়ার স্থান চিহ্নিত করে রাস্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৯ দফা দাবী
বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে কঠোর অবস্থানে যাবার প্রত্যয় ব্যক্ত করে বলেন বীর মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবী গুলোকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার করে সাংবাদিকদেরকে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করেন।
সংবাদ সন্মেলন শেষে সকল বীর মুক্তিযোদ্ধাগন ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে ৯ দফা দাবী সম্মিলিত স্মারক লিপিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরন করা হয়েছে।