নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহন বুধবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ বাক্য পাঠ করান। নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাসলিমা বেগম তামান্না শপথ গ্রহন করেন। বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ স্ব-স্ব চেয়ারের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ নান্দাইলবাসী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে অভিনন্দন সহ সাধুবাদ জানান। পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নান্দাইলবাসীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.