অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
কিসের বড়াই করো
নাকের নথ,হাতের চুড়ি
পায়ের মল, বুকের ভালোবাসা
কিচ্ছু তোমার না।
ঘরের দরজা, জানালা
নূনের বাটি,হাড়িপাতিল
পেটের সন্তান,রক্ত প্রবাহ
না, তাও তোমার না।
তোমার কি নিজস্ব ঠিকানা আছে
ব্যাংক ব্যালেন্স, সোনার খাট
পরজীবি স্বর্ণলতা তুমি
পরের বাগানে ফুল ফুটাও।
পৃথিবীর বুকে তুমি কে
কিসের বড়াই করো
স্বামী, সন্তান, স্নেহ আদর
কিছু আছে কি তোমার।
যদি সহজ ভাষায় বলি
তুমি অমুকের মা,তমুকের
বউ,রাঁধিকা,প্রেমিকা
এর বেশী কিছু নও।
তুমি হাসতে বললে হাসো
পুতুলের নাচ দেখাও
জঠরে ফুল ফুটাও
নভেল,হিমাল করেছ জয়।
তুমি মিস্টি মিস্টি স্বপ্ন দেখো
হাতি ঘোড়া আছে তোমার
তালাক নামা ধরিয়ে দিলে
থাকবে না ঘর সংসার।
ভালোবাসা দিতে পারো বলে
ফিরতি খামে কিছু পাও
ধর্ষণ গণধর্ষন অবমূল্যায়ন
সহ্য করো অকথ্য নির্যাতন।
তোমার জন্যই জীবন মধুময়
ফুলে ফলে ধন্য অনন্য
তুমি না থাকলে আঁধার
আসতো নেমে, প্রকৃতি
বুঝতো তোমার শূণ্যতা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.