নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকায় প্রতিপক্ষের আক্রমণে লুটপাট ভাংচুর মহিলাসহ ২ জন আহত হয়েছে।
দায়েরকৃত মামলা ও অভিযোগ কারী সুএে জানাযায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকার রমজানের পুএ এমরান, এনামুল, মকবুলের পুএ মুন্না, আ: রহমানের পুএ রমজান, ও আম্বিয়া গংরা। গত ৬/৫/২০২৪ ইং তারিখ দুপুরে বাড়ির সীমানা নিয়ে পৃর্বের ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে এমরান গংরা দেশীয় অস্ত্র দা,বল্লম, কিরিচসহ গালিমগাজী এলাকার সিরাজের পুএ তোতা মিয়ার বাড়িতে হামলা করে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটায়। তাদের আক্রমণে তাহমিনা ও ফাতেমা নামের ২ মহিলা আহত হয়েছে।
বিষয়টি এলাকাবাসী মীমাংসা করতে না পারায় তোতা মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ১৪৩/৪৪৮/৩২৬/৩২৪/৩২৩/৪২৭/৫০৬/৩৪ দ: বি: উল্লেখ করে মামলা দায়ের করেছে। উল্লেখ যে এ ছাড়াও রমজান, মোন্না,এমরান,ও শাহআলমের বিরুদ্ধে গালিমগাজী এলাকার ইমান উদ্দিনের ছেলে শামসুল বাদী হয়ে পৃথক ১০৭/১১৪/১১৭ ফৌ: কা: বি: মামলায় দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.