1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

নান্দাইলে সরকারি চাউল না পেয়ে কার্ডধারীদের বিক্ষোভ

  • প্রকাশ কাল শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৪০ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু –
নান্দাইলে ১৫১ জন কার্ডধারীকে ভিজিএফ চাউল দেওয়া হয়নি।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলে ১৫১ জন কার্ডধারীদের ভিজিএফ চাউল প্রদান না করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বীর বেতাগৈর ইউনিয়নে চাউল বঞ্চিত ভিজিএফ দুস্থ কার্ডধারীরা বিক্ষোভ মিছিল করে।
গত ১৫ জুন ইউপি ভবনের অস্থায়ী কার্যালয়ে ঈদ উপলে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তাদের মধ্যে ৬,৭,এবং ৮ নং ওয়ার্ডের ১৫১ জন কার্ডধারীকে চাল প্রদান না করে তাদের সাথে দূ-ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। চাউল বঞ্চিত আশরাফ মিয়া, শাহিন মিয়া, জানান,তাদের বাড়ি থেকে চাল বিতরনের জায়গা অনেক দূরে অবস্থিত। আসা যাওয়ার ভাড়া বাবদ প্রতিজনে ৮০ টাকা করে খরচ হলেও তারা চাউল আনতে পারেননি। বীর কামটখালী গ্রামের অন্ধ কার্ডধারী খোকন মিয়া জানান,তিনি প্রতিবারই চাউল পান,কিন্তু এবার ঈদে চাউল আনতে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন। চৈতনখালী গ্রামের বিধবা খুর্শেদা,বীর কামটখালী গ্রামের দুলাল মিয়া জানান, চাউল তো পানইনি উল্টো চেয়ারম্যানের লোকজনের ঘাড় ধাক্কা খেতে হয়েছে। এ বিষয়ে বীর বেতাগৈর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন সরকার জানান ওইদিন যারা এসেছেন তাদের সবাইকে চাউল দেওয়া হয়েছে। তবে কয়েকটি ওয়ার্ডের লোকজন চাউল নিতে আসেননি। পরে কর্তৃপক্ক ও দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে নতুনদের তালিকা তৈরি করে চাউল বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST