নিজস্ব প্রতিবেদক :
মা বাবা ছেলের নাম রেখেছিলেন পান্নু, স্কুল সার্টিফিকেটে মতিউর রহমান, বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামে। বেশ কয়েকবছর পূর্বের কথা উনি (পান্নু)যখন সেগুনবাগিচার অফিসের একজন বড় কর্তা বাবু তখন তার বিষয়ে খোজ পাই , খোজটা আসলে ওনার বউয়ের ক্লাশ ফাকি দেয়ার মধ্য দিয়ে আসে, ওনার স্ত্রী লায়লা কানিজ লাকী তিতুমীর কলেজের একজন প্রভাষক, তিনি ক্লাশ নেন না, নিয়মিত বেতন তুলে নেন , এবিষয়ে প্রিন্সিপ্যালও কথা বলতে রাজী হন নি। বর্তমানে লায়লা কানিজ লাকী নরসিংদির রায়পুরা উপজেলা পরিষদ চেয়াম্যান।
এই পান্নু ওরফে মতিউর রহমান কত হাজার কোটি টাকার মালিক আর কতটা দামী বিলাসবহুল গাড়ি রয়েছে তা বলা সম্ভবনা !
বাড়ি ফ্লাট ও প্লট
বসুন্ধারার ইস্ট ওয়েজ এর সামনে ফ্লাট, বসুন্ধরার কে ব্লকে প্লট, ডি ব্লকে ৭ তলা বাড়ি, ডি ব্লক ডেসকো অফিসের সামনে ১২ কাঠা জমি, গাজীপুর পুবাইল (টংগি কলেজগেট) এলাকায় "আপন ভূবন" নামে ৫০ বিঘা জমির ওপর স্যুটিং স্পট, শশুরবাড়ি এলাকা নরসিন্দি জেলায় সবচেয়ে বড় পার্ক রয়েছে ড্রিমল্যান্ড পার্ক সেই পার্কের মালিক ওনার স্ত্রী, ও পার্কের পাশে তিনতলা ডুপ্লেক্স বাড়ি!
গুলশান ২ এ গায়িকা ইভা রহমানের ৬ তলায় ফ্লাট, সহ নামে বেনামে ওনার কত সম্পদ আর অর্থ রয়েছে তা বলা যাবে না যদি পান্নু নিজে স্বীকার না করেন ।
ওরিয়েন্ট গ্রুপের সাথে কি বানিজ্য ?
দুটি বিলাস বহুল গাড়ি ও ড্রাইভার বছরের পর বছর তার (পান্নুর)জন্য বরাদ্ধ রেখেছে ওরিয়ন্ট গ্রুপ,এছাড়া মাসিক ভাতা প্রদান করা হচ্ছে তাকে।
বাড়ির ইলেক্ট্রি মিস্ত্রী সেনেটারী মিস্ত্রি, রাজ মিস্ত্রী,রং মিস্ত্রী, থেকে শুরু করে তার কাছে কাজের টাকা পান না এমন কেউ নেই।
ইট সিমেন্ট টাইলস রড ব্যবসায়ী বাকির খাতা নিয়ে ঘুরছেন তার কাছে বছরের পর বছর। টাকা তো দুরের কথা হুমকি ধামকি পুলিশে দেয়ার মতন ঘটনা অনেক!
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.