মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ১৪ জুন বিকেলে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত বুধবার শিবরামবাড়ী এলাকার বাহারুলের ছেলে অমিত ও তার দুই বন্ধুর সাথে স্হানীয় একটি মুদির দোকানের কাছে প্রস্রাব করা নিয়ে গোপীনাথপুর গ্রামের আবু হানিফের ছেলে রাকিব এর সাথে কথা কাটাকাটি হয়,একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে উপয় পক্ষের দুজন আহত হয়। ভুক্তভোগী পরিবারের লোকজন ও অভিযোগ কারী রুবেল জানান,বাহারুল এর দুই ছেলে অমিত,অনিক, ভাই শহিদুল সহ ২০/২৫ জনের, একটি সংঘবদ্ধ দল রামদা,হকিস্টিক সহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।
তিনি আরো জানান, আমাদের ঘরবাড়ি ভাংচুর করে তিন ভরি স্বর্ন অলংকার যার মূল্য ৩,৩০০০০ টাকা ও নগদ ২,৭৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শি রুবেলের মা জানান, তাকে আহত করে সংঘবদ্ধদলটি হকিস্টিক ও রামদা দিয়ে ঘরবাড়ি কুপিয়ে তালা ভেঙ্গে সুকেশ থেকে স্বর্ণ, এবং টিনেরট্যাঙ্ক ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়। আমাদের ডাক চিৎকার শুনে স্হানীয় লোকজন এগিয়ে আসলে সংঘবদ্ধ দলটি পালিয়ে যায়।এসময় স্হানীয় লোকজন বাহারুলের ছোট ভাই শহিদুলকে আটক করে এবং পরে তাকে ছেড়ে দেয় বলে জানা যায়। রুবেলের মাকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়েছে বলে জানান ছেলে রুবেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মধুপুর থানা পুলিশকে অবগত করা হলে পরক্ষণেই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
এব্যাপারে বাহারুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সাজানো নাটক। কিন্তু বাহারুলের সাথে থাকা প্রত্যক্ষদর্শি রুহুল আমীন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ ঘটনা সঠিক। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধতন কর্তৃপক্ষের নিকট ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন। এঘটানায় ভুক্তভোগী রুবেল বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.