আনোয়ারুল কবির বাবলু।
নির্ঝন একাকি গভীর রাত,
চারিদিকে বর্ষার রিমঝিম বৃষ্টি
কালো অন্ধকারে বিজলির সামান্য আলোতে
চোখে পড়ে ঝরের এলোমেলো হওয়া,
দুমরে মুচড়ে ভেঙে চুড়ে গুড়িয়ে দিচ্ছে বিরহি হৃদয়।
কোন এক অজানা ভয়ে জড়োসড়ো হয়ে শুয়ে আছি বিছানার এক কোনে
বিভোর নিদ্রায় নিমজ্জিত কোন অভিমানি
সাড়াশব্দ নেই, মহা সুখে আছে প্রেমহীন মহা জগতে।
আমি নিঃফল ভালবাসার বৃক্ষদেবীর বুকে আশ্রয় খুঁজেছি।
বহু পথ পাড়ি দিয়েছি, ক্লান্ত পথিক আমি
আমারে চিনিয়াছি আমি, শত্রুর গলাগলি করি
সর্পের মালা গলায় পড়িয়া, সর্পকেই জড়িয়ে ধরি আপন ভাবিয়া।
সর্প বিষে আজ আমি নীলকন্ঠ।
আমি ভালোবাসার মানুষ, ভালোবেসেই যাবো
তুমি ঘুমিয়ে আছো, ঘুমিয়েই থাকো
বিশ্বাস ঘাতক ছলনা কারিরা নিরবে নির্ঝনে হাহাকার করে, আত্বার শান্তি খুঁজে
পাপ থেকে মুক্তি চায়, পালাবার পথ খুঁজে পায়না।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.