অষ্টগ্রাম,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য সম্পদ উন্নয়নে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ (১০জুন) অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে অষ্টগ্রাম সহকারী কমিশনার ভূমি উবায়দুর রহমান সাহেল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল সহায়তা করেন।অভিযানকালে নিষিদ্ধ বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল, ম্যাজিক জাল, কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি জানান, মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে এ বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । তিনি আরো জানান, অভিযানকালে স্থানীয় জেলেদের এ বিষয়ে সতর্ক ও হাওরের মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অবৈধ জাল ব্যবহার না করার জন্য সচেতন করা হয়। তাছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.