ডেস্ক রিপোর্ট :
তাড়াইল থানাধীন তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের নাজনীন-সাজ্জাদ দম্পত্তির ছেলে জুনায়েদ (০২) দুই মাস কে অদ্য ১০/০৬/ ২০২৪ তারিখ রাত অনুমান ০১:৪৫ হইতে ৪:৩০ ঘটিকার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যায়৷ ভোরে ঘুম থেকে উঠে নাজনীন তার বাচ্চাকে খুঁজে না পেয়ে ব্যাকুল হয়ে যায়৷ পরবর্তীতে নাজনীন মৌখিকভাবে তাড়াইলে থানাকে এই চুরির বিষয় অবগত করলে পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও তাড়াইল থানার সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বিকেল চার ঘটিকায় তাড়াইলের বেত্রাহাটি হতে ১। রুবেল (৩২), পিতা মৃত- শহীদ উদ্দিন, সাং- বেত্রাটী, থানা ও জেলা- কিশোরগঞ্জ ২। শস্ত বেগম (৫৫), স্বামী- হারুন মিয়া, সাং- শাহবাগ, থানা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ দ্বয়কে গ্রেফতারসহ চুরি যাওয়া বাচ্চা জুনায়েদকে উদ্ধার করে৷ বিকেল ০৬ ঘটিকায় পুলিশ সুপার এর কার্যালয়ে পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয় চুরি যাওয়া শিশু জুনায়েদ কে তার মা ও বাবার নিকট বুঝিয়ে দেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.