আবু হানিফ, পাকুন্দিয়া:
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪উদযাপন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শনিবার (০৮ জুন) থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। আগামী ১৪ জুনপর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন প্রধান অতিথি সভাপতিত্বে করেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, এতে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বূন্দ, নাজিমুল হক আবাসিক, মেডিকেল অফিসার, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.