মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ভুমি মন্ত্রনালয়ের দেশব্যাপী ভুমি সেবা সপ্তাহের অংশ হিসেবে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভুমি অফিস এই সেবা সপ্তাহের (৮-১৪)আয়োজন করেছে।
শনিবার (৮জুন) বেলা ১১ টায় সদর উপজেলা ভুমি অফিস চত্তরে স্মার্ট ভুমি সেবা, স্মার্ট নাগরিক, এই স্লোগানকে সামনে রেখে ভুমি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসিফ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও,
সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা ভুমি অফিসার আঞ্জুমান সুলতানা।
এসময় বিভিন্ন এলাকায় সরকারের অধিগ্রহণকৃত ভুমির মালিকদের মধ্যে ক্ষতিপুরণের চেক প্রদান করেন।
পরে অতিথি বৃন্দ ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে ভুমি সেবার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.