কলকাতা প্রতিনিধি-আসাদ আলী:
আজ ৫ই জুন ২০২৪ তারিখ বিশ্ব পরিবেশ দিবস । শুভ বোধ সম্পন্ন কিছু মানুষ আজকের দিনকে স্মরণ করে পরিবেশের উন্নয়নের লক্ষ্যে নিভৃতে কাজ করে চলেছেন, সবার খোঁজ আমরা রাখি না। তেমনি হায়াৎনগরে সুভাষ সমিতি লাইব্রেরীর উদ্যোগে পাঠকক্ষে এক আলোচনা শেষে সমিতির প্রাঙ্গণে গাছ রোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালিত হয় । আলোচনায় অংশ নেন শিক্ষিকা শ্রীমতি ছায়া প্রধান, ত্রিপুরারী শাউ, অজয় বাগ, চুনিলাল, মৃত্যুঞ্জয় পাল প্রমুখো ।
আমাদের কাছে পরিবেশ রক্ষা কেন জরুরী তা শ্রীমতি ছায়া প্রধান সুন্দর আলোচনার মধ্যে বুঝিয়ে দেন । লাইব্রেরীর সম্পাদক লক্ষীকান্ত মান্না ও সমিতির সাধারণ সম্পাদক তাপস মন্ডল উপস্থিত ছিলেন, তিনি ৭১ টি গাছের ব্যবস্থা করেন উপস্থিত সবাই গাছ রোপন করেন।