আতাউর রহমান বাচ্চু
ভ্রাম্যমান প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত ৩১ মে শুক্রবার সন্ধ্যায় রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হওয়া কাকচর গ্রামের কলেজ ছাত্র মুরাদ হাসান ভূইঁয়া খুনের ঘটনায় শনিবার রাতে নান্দাইল মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে একটি নিয়মিত খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজ ছাত্র মুরাদের পিতা তোফাজ্জল হোসেন ভূইঁয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এফআইআর ভূক্ত আসামীরা হচ্ছে নান্দাইল পৌর সভা ছাত্রলীগের সাবেক সভাপতি চন্ডীপাশা গ্রামের হোসেন আলীল পুত্র আবদুস সালাম। অন্য আসামীরা হচ্ছে আলাবক্স গ্রামের আবুল কালামের পুত্র আশরাফুল আলম হামিম, চন্ডীপাশা গ্রামের আব্দুল মুনসুরের পুত্র ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, আবেদ আলীর পুত্র মোঃ নাদিম, শুক্কর আলীর পুত্র মোফাজ্জল হোসেন, মোঃ মুরাদ, জামাল মেম্বারের পুত্র মোঃ মাজহারুল, পিতা অজ্ঞাত মিজান, আমিন, লাবন ও মৃত আক্কাছ আলীর মাস্টারের পুত্র সাজিদ হাসান নিপুন সহ অজ্ঞাত ৩/৪জন। সকল আসামীদের বাড়ী নান্দাইল পৌর সভার ৮নং ওয়ার্ড চন্ডীপাশা এলাকার বাসিন্দা। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, সকল আসামীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সুজন মিয়াকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.