আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ দুরমুঠ ইউনিয়ন এর ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩১ মে) দুপুরে পুলিশ ইউপি সদস্য মো. বেলাল শেখকে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত মো. বেলাল শেখ মৃত করিম শেখের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
গতকাল বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুরমুঠ ইউনিয়নের সুলতান খালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইউপি সদস্য মো. বেলাল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘরে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একটি বস্তায় ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি গাঁজা ছিল। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ডের চেয়ে সামীকে আদালতে সোপর্দ করেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.