মোহাম্মদ খলিলুর রহমান:-
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপের ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় । বাজিতপুর উপজেলায় একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত । এই উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ১০ হাজার ৯৮২ জন।
গত ২০ মে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ প্রতীক বরাদ্দ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন সহ মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
এতে চেয়ারম্যান পদে আবদুল্লাহ আল মামুন (ঘোড়া), মোবারক হোসেন মাস্টার (দোয়াত কলম), রকিবুল হাসান শিবলী (মটর সাইকেল) রেজাউল হক কাজল (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আবুল ফজল রাসেল (টিয়া পাখি) মোঃ রেজাউল কবির (টিউবওয়েল), মোঃ মাসুদ মিয়া (চশমা), মোঃ মাহবুব হাসান কামাল (তালা) ।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচন করবেন আরিফা হোসেন (কলস) গোলনাহার (প্রজাপতি), মনোয়ারা খাতুন ( ফুটবল ) ।
চতুর্থ দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৩ জুন। ৫ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে একটানা ভোটগ্রহণ চলবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.