মোহাম্মদ খলিলুর রহমান,
রাত পোহালেই কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার (২০ মে) সারাদিনই উপজেলায় ৪৬টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। তাছাড়াও কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবে বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ভিডিপি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এই দিকে শেষ মুহূর্তে নির্বাচনের মাঠ নিজের পক্ষে রাখতে মরিয়া প্রার্থীরা। তীব্র গরমকে উপেক্ষা করে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। ক্রমেই উত্তাপ বাড়ছে নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায়।
এবারের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৩ জন হলেও মূলত নির্বাচনী প্রচার প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি (মটর সাইকেল) ও শিল্পপতি মোকারম সরদার (আনারস), মোহাম্মদ সুমন (কাপ পিরিচ) প্রতীকে ।
এলাকার সাধারণ ভোটাররা মনে করেন, এবার এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন সহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি (মটর সাইকেল) ও শিল্পপতি মোকারম সরদার (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ নেতা (তালা), রফিকুল ইসলাম (উড়োজাহাজ),তাহের আলী (টিউবওয়েল), কাউসারুল আলম (চশমা) প্রতীকে নির্বাচন করবে ।
মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচন করবেন জেসমিন আরা (হাঁস), সুমাইয়া শিমু (ফুটবল), রৌশন আক্তার (কলস)
২য় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ ২১ মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত । এই উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ২০ হাজার জন।