আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের মধুপুর, কাকরাইদ উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এর আয়োজনে রবিবার দুপুরে কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মোল্লা মো.আজিজুর রহমান শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় গুরুত্ব আরোপের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি ইভটিজিং, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, বাল্যবিবাহ, কিশোরগ্যাংয়ের অপতৎপরতা, অসদাচরণসহ বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদেরকে উপদেশ প্রদান করেন। এবং প্রয়োজনে তাদেরকে কাউন্সিলিং প্রদানের জন্য শিক্ষকদের পরামর্শ দেন। এঅনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য ওসি মোল্লা আজিজুর রহমান দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
শিক্ষার্থীরা তার এমন বহুমূখী ভূমিকায় খুবই আনন্দিত। শিক্ষার্থীরা সকল ধরনের অপরাধ মুলক কর্মকান্ড থেকে নিজেদের বিরত থাকবে বলে অংগিকার করে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.