নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুকুরের পালের আক্রমণে ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) ভোরে পৌর শহরের ৫নং ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘ভোরে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন ইজাজুল ইসলাম। পথে কুকুরের পাল তাকে একা পেয়ে শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এতে তার নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। এ সময় এক নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরের পাল চলে যায়। কিন্তু এরইমধ্যে ঘটনাস্থলেই মারা যান ইজাজুল।’
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।