অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
ঝরা পাতার মতো
যদি ঝরে যাই
কেউ কি ভাববে
কেন আমি নাই।।
যদি মেঘ হয়ে
দেই দে পাল্লা
চাঁদের সাথে
জমবে খেলা।
উড়ে উড়ে ঐ দুরে
হারাতে চাই
দয়া মায়ার বাঁধন
কোথাও নাই।
ফুল তুলে হাতে
দাঁড়িয়ে থাকি
কারে দেবো তাই
বাড়িয়ে রাখি।
দয়ার হাত নাই
স্নেহের মন
কোথা গেলে পাই
খোঁজি এখন।
মন তোর ব্যথা
কেউ বুঝে না
বুকে রেখে হাত
ভালোবাসে না।
শূন্য এই মন
একলা রে
যদি পারো চল
একা চল রে।