মোহাম্মদ খলিলুর রহমান:-
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ২০ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া আগে মাইকিং করায় চেয়ারম্যান পদপ্রার্থী কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৩ মে সোমবার দুপুরে বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ দেওয়া আগে মাইক দিয়ে নিজের প্রচার করায় জরিমানা সম্মুখীন হন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান শিবলী । এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা ।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি ভাবে বরাদ্দকৃত উপজেলা পরিষদে গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা শোডাউন ও মহড়া দেয়ার অভিযোগ উঠে রকিবুল হাসান শিবলী বিরুদ্ধে । গত ১১ মে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট আবদুল্লাহ আল মনসুর কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর এই অভিযোগ করে ।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি ভাবে বরাদ্দকৃত উপজেলা পরিষদে গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা শোডাউন ও মহড়া দেয়ার অভিযোগ উঠে রকিবুল হাসান শিবলী বিরুদ্ধে । গত ১১ মে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট আবদুল্লাহ আল মনসুর কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর এই অভিযোগ করে ।
সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘন করায় এই জরিমানা করা হয় ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.