নিজস্ব প্রতিবেদক :
সিনেস ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল ১০ মে ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় মৃত আব্দুল হাই জহুরীর এর বাড়িতে, নান্দবার, আসমানখালি, আলমডাঙ্গা উপজেলাধীন চুয়াডাঙ্গার জেলায় স্থানীয় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
উক্ত মহিলাদেরকে প্রসূতী, গাইনি, এজমা ও ডায়াবেটিস রোগে বিশেষ অভিজ্ঞ ডা. নাহিদ ফাতেমা (রত্না) পরামর্শপত্র প্রদান করেন।
এসময় ৮৩ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের মাঝে উক্ত সেবা দেয়া হয়। এবং তাদের জন্য বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনে আর্থিক সুবিধাদি দেয়ার ব্যপারে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব মোঃ সামসুজ্জামান বরাবরে মত সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। পরবর্তীতে আরো বিশেষজ্ঞ ডা. দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প চলমান রাখার বিষয়ে অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনেস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব মোঃ সামসুজ্জামান, ভিক্টোরিয়া জুবিলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আব্দুল মোতালেব, ৫ নং গাংনী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব এমদাদুল হক ও সদস্য জনাব আবু সাইদ, ডালিম, সাগর, কামরুজ্জামান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.