নরসিংদী প্রতিনিধি:বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিন্ধদ্বী সকল প্রার্থীরা এক মঞ্চে তাদের
নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছে।
আজ(১১ মে) শনিবার বেলাব উপজেলার নারায়নপুর এলাকার সমাজসেবী সংগঠন লাল সবুজ চেতনা সংসদের উদ্যোগে আগামী ২১ মে অনুষ্ঠিব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান মহিলা ও পুরুষ পদপ্রার্থীদের এক মঞ্চে আনা এনে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হয়।
শনিবার বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত লাল সবুজ চেতনা সংসদের আয়োজনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই নির্বাচনী ইশতেহার ও এক মঞ্চে সকল প্রার্থীদের একসাথে দেখতে বেলাব উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ ভোটাররা উপস্থিত হয়। নারায়নপুর
রাবেয়া মহাবিদ্যালয়ের ফরিদা বেগম মিলনায়তনে এই অনুষ্ঠানে ভোটারদের সামনে প্রার্থীরা তাদের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি ও নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনার ইশতেহার ঘোষনা করেন।
লাল সবুজ চেতনা সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.খায়রুল বাকেরের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন সবুজের সভাপতিত্বে ইশতেহার ঘোষনায় উপস্থিত ছিলেন
ডা.সোহরাব হোসেন তমাল,লাল সবুজ চেতনা সংসদের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজসহ সুশীল সমাজের প্রতিনিধি ও বেলাব উপজেলার বিভিন্ন এলাকার ভোটররা।
চেয়ারম্যান পদ ৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করলেও ইশতেহার মঞ্চে উপস্থিত ছিলেন,কাপ পিরিচ পদে বেলাব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শরিফ উদ্দীন খান মোমেন,ঘোড়া প্রতীকে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ,আনারস প্রতীকে আমান
উল্লাহ আমান,চিংড়ি মাছ প্রতীকে মাজহারুল হক,টেলিফোন প্রতীকে জোনাইদ হোসেন পারভেজ।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বই প্রতীকে ইসলাম উদ্দিন,টিয়া পাখি প্রতীকে সাইফুল ইসলাম,টিউবওয়েল প্রতীকে মো: খোর্শেদ আলম,তালা প্রতীকে রফিকুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে শারমিন আক্তার খালেদা,সেলাই মেশিন প্রতীকে রহিমা বেগম ময়ুরী,হাঁস প্রতীকে নাজমুন্নাহার আমিনা।
প্রার্থীরা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ও স্মার্ট উপজেলা গড়তে সকলে ঐক্যমত
পোষন করেন এবং তাদের নির্বাচনী ইশতেহারের পাতায় উঠে আসে সমাজ থেকে সন্ত্রাস,মাদক নির্মূল, বাল্যবিবাহ,দারিদ্র্য দূরীকরনসহ বিভিন্ন অঙ্গিকার ও প্রতিশ্রুতি।
কাপ পিরিচ প্রতিকের প্রার্তী শরিফ উদ্দীন মোমেন তার নির্বাচনী ইশতেহারে
বলেন,তিনি নির্বাচিত হলে বেলাব উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্তসহ একটি মডেল উপজেলা হিসাবে বেলাব উপজেলাকে গড়ে তুলবেন।
আনারস প্রতীকে প্রাার্থী আমান উল্লাহ বলেন,নির্বাচিত হলে শিক্ষার
মানোন্নয়ন,সন্ত্রাস দূরীকরণ,বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং কৃষিতে
ন্যায মূল্য পেতে হিমাগার নির্মান করবো।
ঘোড়া প্রতীকে প্রার্থী ভাস্কর অলি মাহমুদ বলেন,স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ উপজেলা
গড়তে যা যা করা দরকার তাই করবো।
শিক্ষাঙ্গনে সন্ত্রাস,ও সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করবো। প্রতিশ্রুতি
বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে সকল প্রার্থীরা তাদের অঙ্গিকার পোষন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.