তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার উত্তম কুমার সরকার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে বুধবারে অনুষ্ঠিত:
৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে দ্বিতীয়বারের মত আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহেল। তিনি আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চার বারের সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ' লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ' লীগের সদস্য শাহ মাহবুবুল হক (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন অপু (টিউবওয়েল) ৩৭ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দিন সরকার বাচ্চু (চশমা) প্রতীকে ২০ হাজার ৯১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাবিয়া পারভীন জেনি ( কলস) ৪৯ হাজার ৫২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার (সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান) হাঁস প্রতীক পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.