আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড তাপদাহে মানুষের তৃষ্ণা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। ৪ মে শনিবার সকালে উপজেলার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মাদক বিরোধী যুব আন্দোলনের উদ্যোগে ওই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে মাদক বিরোধী যুব আন্দোলনের সভাপতি ইমরামুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ। এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।
এছাড়াও মাদক বিরোধী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি প্রচারণায় ছিলেন শাহিন জিম এন্ড ফিটনেস নামের একটি প্রতিষ্ঠান।