জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন সহ মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি (মটর সাইকেল) ও শিল্পপতি মোকারম সরদার (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ নেতা (তালা), রফিকুল ইসলাম (উড়োজাহাজ),তাহের আলী (টিউবওয়েল), কাউসারুল আলম (চশমা) প্রতীকে নির্বাচন করবে ।
মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচন করবেন জেসমিন আরা (হাঁস) , সুমাইয়া শিমু (ফুটবল), রৌশন আক্তার (কলস)
২য় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ১৯ মে। ২১ই মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।:-ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ।গত ২ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ প্রতীক বরাদ্দ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.