অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
কেউ ভাবে সুখ ঘুমায়
টাকার উচু পাহাড়ে
টাকাই সুখের বাহন
ভোগে সুখের জ্বরে।
টাকা তো জ্বলন্ত আগুন
সুখ আগ্নেয়গিরির ক্রোধ
কোনটাতেই শান্তি নেই
মনের শান্তি বড় শান্তি।
দু'টোই পানসে স্বাদের
আছে যার আরো চায়
জীবনের মূল্য বুঝে যে
অল্পতেই সে সুখ পায়।
সুখের খোঁজে ঘুরে যারা
কয়লা করে জীবন
সুখ কখনো দেয়না ধরা
হয় না আপণ।
আপনারে আপন করে
সৎ পথে পা বাড়াও
ধন্য হবে জীবনের মান
পাবে যা তুমি চাও।
হইও না সুখের কাঙাল
সুখ বড় নির্মম নির্দয়
ছোঁয়া যায় না তারে
সুখ পালিয়ে বেড়ায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.