আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
"দুনিয়ার মজদুর এক হও এক হও’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার আয়োজনে মধুপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ পালিত হয়েছে ।
টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের প্রধান আহবায়ক ময়েন উদ্দিন এর নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে মধুপুর অডিটোরিয়ামের সম্মুখ হতে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি মধুপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণ করে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। শোক র্যলী শেষে মধুপুর নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি খোকন সরকার, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের যু্গ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ হাফিজ উদ্দিন, শ্রমিক নেতা মোঃ দুলাল, শ্রমিক নেতা আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.