মায়াবী কাজল
প্রকৃতি আজ ভীষণ রুষ্ট
চলছে মরার খরা,
সূর্য মামার প্রখর তাপে
জ্বলছে বসুন্ধরা।
গরম গরম চরম গরম
অতিষ্ঠ মানব প্রাণ,
পুড়ছে ফসল ফল ফলাদি
মাঠের সোনালী ধান।
অতিরিক্ত গরমে তো
খারাপ সবার হাল,
মাঠঘাট রাস্তা ফেটে চৌচির
পুকুর নদী খাল।
গায়ে পড়া জামা কাপড়
ঘামে ভিজে যায়,
কৃষক ভাইরা বৃষ্টির জন্য
আকাশ পানে চায়।
ঘরে গরম বাইরে গরম
গরম ফ্যানের হাওয়া,
ভাল্লাগে না কোনোকিছু
নাইরে নাওয়া খাওয়া।
আল্লাহ তুমি রহম করো
বাঁচাও মোদের প্রাণ,
গরম থেকে বাঁচতে করো
শীতল বারি দান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.