কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজারহাটে তাপ প্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, দিনে অগ্নিঝড়া রোদ ও প্রচন্ড তাপদাহ সহ অনাবৃষ্টির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। চলমান তাপদাহে রাজারহাট সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নদী-নালা, খাল-বিল, জলাশয়ে পানি শুন্য অবস্থা। পানির অভাবে উদ্ভিদ, গাছপালা ও তৃণলতা জীর্ণসীর্ণ হয়ে যাচ্ছে, ঝড়ে পড়ছে গাছের ফল। জীবজন্তু ও পশু প্রাণীর কষ্টের সীমাও ছাড়িয়ে গেছে।
এঅবস্থায় সোমবার সকালে রাজারহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। সম্মেলিত ওলামায়ে কেরাম এই ইসতিসকার (পানি প্রার্থনা/বৃষ্টির জন্য দোয়া) নামাজের আয়োজন করেন। নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার মুসলমানগণ অংশ গ্রহন করেন। এতে ইমামতি করেন বাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাও, পীরজাদা হাবিবুল্লাহ সিদ্দিকী। নামাজ শেষে মুসুল্লীদের অতীত জীবনের পাপের জন্য তওবা করা হয়। শেষে খুতবা পাঠ সহ দেশের কল্যাণ, বৃষ্টি ও আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন নামাজিরা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.