(আতাউর রহমান বাচ্চু)
ভ্রাম্যমান প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে আঞ্জুরুল হক (৪০) নামে এক অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ২৮ এপ্রিল দুপুরে মরদেহটি উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। আঞ্জুরুল হক নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আঞ্জুরুল হক। শুক্রবার রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধ্যান না পেয়ে গতকাল শনিবার সকালে নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে পুলিশ তার ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারেন তার মোবাইলটি উপজেলার মুশল্লী এলাকায় রয়েছে।
সেই সূত্রে গত শনিবার রাতে ওই এলাকায় সন্ধান চালিয়েও কোনো হদিস পাওয়া যায়নি। পরে আজ রবিবার ভোরে খবর আসে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মুশুলী ইউনিয়নের জামতলা বাজার ও কাওয়ারগাতি এলাকার মাঝামাঝি স্থানের সড়কের পূর্ব পাশে একটি ডোবায় একজনের লাশ ভাসছে। সেখানে গিয়ে পুলিশ ফের নিখোঁজ হওয়া ব্যক্তির ব্যবহৃত মোবাইলে ফোন দিলে ঘটনাস্থল থেকে প্রায় ২০ গজ দূরে মোবাইলে রিং বেজে ওঠে।
পরে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ সাহেব ও (ওসি তদন্ত) আবু হাসেম সাহেব উপস্থিতিতে দুইজন সাব ইন্সপেক্টর মোঃ কামার হোসেন, মোঃ সাহেদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন মোবাইল ফোনের সূত্র ও আরো অন্য অন্য সব কিছু তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করা হবে। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.