আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
দেশজুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র এ গরম থেকে রক্ষা পেতে টাঙ্গাইলের মধুপুরের টেংরী এলাকাবাসীর উদ্যোগে টেংরী মডেল টেকনিক্যাল ইন্সটিটিউট মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে মধুপুর টেংরি এলাকাবাসীর আয়োজনে ইসতিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন টেংরি বায়তুল আমান জামে মসজিদ এর ইমাম আলামিন।
উক্ত নামাজে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.