আতাউর রহমান বাচ্চু
ময়মনসিংহের নান্দাইলে রানা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২১ এপ্রিল রোববার দিবাগত রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ মোকসেদ আলীর পুত্র বকুল ফকির (৫০), বুলু ফকির (৪৫) ও বকুল ফকিরের পুত্র ফাহিম (২২) নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, নিহত রানা বনাঢী গাংগাইলপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র। রোববার দিবাগত রাতে রানা তার বাড়ির সামনে নিজ পুকুর পাড়ে বসে মোবাইলে সময় কাটাচ্ছিল।
এসময় দূর্বৃত্তরা তাকে জোরপুর্বক পুকুরপাড় থেকে মৃত আব্দুল হামিদ মিয়ার পুত্র খোকন মিয়ার ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে স্বজনরা রানাকে খোঁজাখুজির একপর্যায়ে ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারাযায়। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ নিহত রানার বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে, শীঘ্রই হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উল্লেখ্য, বনাঢী গাংগাইলপাড়া গ্রামে রাজন গংদের সাথে বকুল গংদের মধ্যে বৈদ্যুতিক সেচ লাইন সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ সহ পাল্টাপাল্টি মামলা-মোকাদ্দমা চলে আসছিল। তবে নিহত রানার ঘটনাকে কেন্দ্র করে বকুল গংদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.